নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২-এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে নির্বাচন স্থগিত করা হয়। রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগে ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সব পদে নির্বাচন স্থগিত করা হলো।
গতকাল বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মামদিরকান্দি এলাকায় গণসংযোগে যান চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়া। বেলা দেড়টার দিকে দুই প্রার্থীর সমর্থকেরা মুখোমুখি হলে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সুমন মিয়ার প্রচারণার গাড়ি থেকে আবিদ হাসান রুবেল ও তাঁর সমর্থকদের ওপর গুলি ছোড়া হয়। তাতে ক্ষিপ্ত হয়ে রুবেলের সমর্থকেরা সুমন ও তাঁর সমর্থকদের মারধর করে।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।