নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ শহীদুজ্জামান সরকারকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
সন্ধ্যার আগে শহিদুজ্জামানকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই নাজমুল হাচান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
অন্যদিকে শহিদুজ্জামানের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এর আগে গতকাল বুধবার দিনগত রাতে রাজধানী দিয়াবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পল্টন থানায় দায়ের করা এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতা কর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন সরকারি দল আওয়ামী লীগ ও তাদের পুলিশ বাহিনী বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেন।
২০২২ সালের ৭ ডিসেম্বর এজাহার নামীয় ২৫৬ জন ও অজ্ঞাতনামা প্রায় ৪০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।
এ সময় বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীদের লাঠিচার্জ ও গুলি করেন। এ সময় মকবুল নামে এক বিএনপিকর্মী আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মো. মাহফুজার রহমান নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, শহিদুজ্জামান এই হত্যাকান্ডের একজন উসকানি দাতা ও নির্দেশদাতা বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।