হোম > সারা দেশ > মাদারীপুর

বাংলাবাজার ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর):  প্রচণ্ড রোদ উপেক্ষা করে ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আজ মঙ্গলবার ভোর থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে যাত্রীদের প্রচুর ভিড় দেখা গেছে।

বাংলাবাজার ঘাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে দক্ষিনাঞ্চল থেকে যাত্রীরা আসছে শিবচরের বাংলাবাজার ঘাটে। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলারে করে বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসতে হচ্ছে যাত্রীদের।

মো. হামিদ মিয়া নামের এক যাত্রী বলেন,'ভোরে গরম কম থাকায় রওনা দিয়েছি। কিন্তু ঘাটে এসে দেখি হাজার হাজার যাত্রী। গাদাগাদি করেই পার হতে হচ্ছে।'

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে ১৮ টি ফেরি চলাচল করছে। ফেরিতে সহনীয় পর্যায়ে যাত্রী তোলা হচ্ছে। যাত্রী চাপ বেশি রয়েছে। তবে যানবাহনের সংখ্যা কম।

চরজানাজান নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য নৌ-পুলিশের টিম ঘাটে কাজ করে যাচ্ছে। ফেরিতে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হচ্ছে না।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, সকাল থেকে উভয়ঘাটগামী যাত্রীদের ভিড় রয়েছে। সকল ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা