রাজধানীর ৩০০ ফিট এলাকায় আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা থেকে ৮ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ২টা পর্যন্ত প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়ক বন্ধ থাকবে। এই সময়ে যান চলাচলের জন্য দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ থেকে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহার করতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সুষ্ঠুভাবে ম্যারাথন আয়োজনের স্বার্থে সব নাগরিক ও যানবাহন চালকদের নির্দেশিত বিকল্প সড়ক ব্যবহারে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।