রাজধানীর উত্তরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে।
পরে উত্তরার আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সংসদ সদস্য হাবিব হাসান শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের বেশ কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। তাদের মধ্যে একজন হলেন হাফেজ মো. শরীফ। তিনি নিজেকে উত্তরা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দাবি করে বলেন, ‘জুতা তো ছিল না। তাড়াহুড়ো ছিল তো তাই। পরে খুলে ওঠা হইছে।’
শরিফ বলেন, ‘আমি এমপি সাহেবের ফুল দেওয়ার ভিডিও করছিলাম। তখন একজন ধাক্কা দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে।’
এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীসহ অনেকের পায়ে জুতা দেখা গেছে। অপরদিকে করোনা মহামারির মাঝেও স্বাস্থ্যবিধি তো দূরের কথা অনেকের মুখে মাস্ক ছিল না।
ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের ফুল দেওয়ার সময়ও কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। এ প্রসঙ্গে ইউনিট আওয়ামী লীগের সভাপতি কবীর আহমেদ বলেন, ‘আসলে তাঁরা জানেন না। ভুলে উঠে পড়েছেন।’
উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মহসিন বলেন, ‘ব্যক্তি সচেতনতার অভাবে জুতা নিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। আমরা বারবার মাইকে বলেছি, জুতা খুলে প্রবেশ করার জন্য। তবু কেউ কেউ শোনেননি।’
এসআই বলেন, ‘সবাই চেষ্টা করছেন। কিন্তু ব্যক্তি মানুষ ভুল করছেন।’