নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে পুনরায় তফসিল ঘোষণা চেয়ে রিট দায়ের করা হয়েছে। ওই উপজেলা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক মো. আসাদুজ্জামান নামে এক ব্যক্তি এই রিট দায়ের করেন।
আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ আবেদনটি শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী বি এম ইলিয়াস কচি আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রীর হস্তক্ষেপের কারণে আমরা মনোনয়ন ফরম কিনতে পারিনি। তাই পুনরায় তফসিল চেয়েছি। সেই সঙ্গে নির্বাচনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অবৈধ হস্তক্ষেপের পরও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেছি। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে দেলোয়ার হোসেনকে বিজয়ী ঘোষণা করা না হয়, এই মর্মে নির্দেশনা চেয়েছি।’