হোম > সারা দেশ > ঢাকা

সাবেক প্রতিমন্ত্রী শহীদুজ্জামান ঢাকায় গ্রেপ্তার

উত্তরা প্রতিনিধি, ঢাকা 

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার । ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিয়াবাড়ির ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা এ্যাপার্টম্যান্ট প্রজেক্ট থেকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসি সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাজউক উত্তরা এ্যাপার্টম্যান্ট থেকে গতকাল বুধবার রাতে তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা পুলিশের সহযোগীতায় গ্রেপ্তার করা হয়।’

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদুজ্জামানকে গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিষয়ে পশ্চিম থানা পুলিশ ভালো বলতে পারবে।’

পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমানকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তারপর তাকে খুদে বার্তা পাঠালেও তিনি জবাব দেন নি।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হয়েছে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩