বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন জামিন দেন।
গতকাল বুধবার প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ হত্যাসহ পাঁচটি মামলায় জামিন দেওয়া হয় তাকে। জামিন পাওয়া পাঁচ মামলার মধ্যে রমনা থানার তিনটি ও পল্টন থানার দুটি মামলা ছিল। এর আগে তিনি তিনটি মামলায় জামিন পেয়েছিলেন।
ঢালীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের করা সর্বশেষ মামলায় তিনি জামিন পেয়েছেন। কারাগার থেকে মুক্তি পেতে তার আর কোনো বাধা নেই।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে মোট ৯টি মামলা হয়।
গত বছরের ২১ নভেম্বর দুপুর ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়।