Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উজ্জ্বল গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উজ্জ্বল গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে পৌর সদরের চরপাকুন্দিয়া মৌলভীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার মাজহারুল হক উজ্জ্বল পৌর সদরের চরপাকুন্দিয়া মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আলতাব উদ্দিনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোটা আন্দোলন সংঘর্ষের ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

গত ২০ জুলাই পৌরসদরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ও চারজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ২১ জুলাই পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল ফাহাদ বাদী হয়ে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আজ রোববার দুপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে এ মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

জুলাই-আগস্টের ২ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ডিএমপির সাঁড়াশি অভিযানে ঢাকায় একদিনে গ্রেপ্তার ২৪৮

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

টাঙ্গাইলে শিক্ষাসফরের ৪ বাসে ডাকাতি

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের চাকরিচ্যুতদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে তুলে নিয়ে গেল পুলিশ

স্থানীয় নির্বাচন আগে করতে চাওয়া দুরভিসন্ধিমূলক: মির্জা আব্বাস

শতভাগ উৎসব ভাতার ঘোষণা না দিলে যমুনার সামনে ঈদের নামাজ পড়ার হুমকি শিক্ষকদের

গাজীপুরে রিসোর্ট থেকে ৪৪টি বন্য প্রাণী উদ্ধার