নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আতিকুল ইসলাম (২০) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ এলাকায় রেললাইন-সংলগ্ন একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।
নিহত আতিকুল আলীগঞ্জ এলাকার ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া বশির হাওলাদারের ছেলে। আতিকুল ইসলাম নিখোঁজ হওয়ার ঘটনায় শুক্রবার তাঁর মা পারুল বেগম ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের পেটে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তে তদন্তকাজ চলছে।’