মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে হাসপাতাল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত শারমিন আক্তার (৩৫) ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের কাঁঠালতলা বাজার সংলগ্ন সাইফুল ঘরামীর স্ত্রী এবং একই উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের মৃত বোরহান মৃধার মেয়ে। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুরবাড়িতে শারমিন আক্তারের মরদেহ ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পরে তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাতেই ডাসার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুমসাদি ইসলাম ইভা বলেন, শারমিন নামের এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
তবে এ ব্যাপারে নিহতের স্বামী সাইফুল ঘরামী কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।