হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় চাঁদাবাজির মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

উত্তরা পশ্চিম থানা বিএনপির বহিষ্কৃত নেতা আজমল হুদা মিঠু। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় বিএনপির বহিষ্কৃত নেতা আজমল হুদা মিঠুকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার (১০ মার্চ) বিকেলে উত্তরের আজমপুরের রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

গ্রেপ্তার ওই নেতা হলেন, ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হককে বহিষ্কারের আদেশ দেন।

ওই বহিষ্কারের আদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ে পথ থেকে বহিষ্কার করা হলো।

সাবেক বিএনপি নেতাকে গ্রেপ্তারের বিষয়ে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন জানান, উত্তরার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট থেকে বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্যাপ্টেন সাফি সালাউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া মিঠুর বিরুদ্ধে ডিএমপির তুরাগ, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব এবং এয়ারপোর্ট থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ওই সকল মামলার এজাহারভুক্ত আসামি। মিঠুর বিরুদ্ধে চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে।

এদিকে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ীরা আজকের পত্রিকাকে জানিয়েছেন, মার্কেটে মসজিদ ভেঙে বহু দোকানপাট তৈরি করেছে মিঠু। এ ছাড়া মার্কেটে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ও করেছেন তিনি। যদিও ভয়ে কেউ কোনো মামলা করার সাহস পাননি।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল