হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গিবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কের তৌলকাই নামক এলাকায় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসনের বাসিন্দা শহিদুল মাদবরের স্ত্রী শিউলি বেগম (৪৬) ও তাঁর মেয়ে পুতুলি আক্তার (২০)। এ ছাড়া পুতুলি আক্তারের কন্যা শিশু আনিসা আক্তার (২) আহত হয়। আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। 

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার তৌলকাই ব্রিজের সামনে টঙ্গিবাড়ীগামী একটি ইটের ট্রাক ও মাওয়াগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা দ্রুতগতিতে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নারী নিহত হন। তবে ট্রাক ও সিএনজিচালকদের শারীরিক কোনো ক্ষতি হয়নি। 

জানা জায়, পুতুলি আক্তারের স্বামী আরিফ হোসেন নারায়ণগঞ্জে সুতার ব্যবসা করেন। মেয়েকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন মা শিউলি বেগম। 

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা শোহেব আলী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে।’ 

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন