হোম > সারা দেশ > ঢাকা

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ৬ কিলোমিটার যানজট 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মদনপুরে লারিজ ফ্যাশনের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। 

এই রিপোর্ট (রাত ৯টা) লেখা পর্যন্ত মহাসড়ক থেকে শ্রমিকেরা সরে আসেননি। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।  

পোশাকশ্রমিকেরা বলেন, ‘ছয় মাস ধরে লারিজ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ তাদের বেতন আটকে রেখেছে। বারবার দেবে বললেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়ি ভাড়া দিতে পারছি না, পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। তাই আমাদের দাবি, আসন্ন ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।’  

সরেজমিন দেখা যায়, মহাসড়কে চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও গাড়িচালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

যাত্রীরা জানান, দীর্ঘ সময়ে গাড়ি চুল পরিমাণও এগোচ্ছে না। একই স্থানে প্রায় দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছে গাড়ি। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওনা শুরু করছে গন্তব্যের উদ্দেশে।  

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, ‘এখনো শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করে যাচ্ছে।’ 

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন বলেন, ‘মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকেরা আন্দোলন করছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যানজট নিরসনে কাজ করছি।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন