হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যায় লাশ পাওয়া গেলে মৌলভি সাহেবদের প্রতিবাদ নেই: মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কাউকে রুখে দাঁড়াতে দেখি না। এই শহরে কত ধরনের অন্যায় ঘটনা ঘটছে। ত্বকীসহ শীতলক্ষ্যা নদীতে কত লাশ পাওয়া গেছে। কোনো মৌলভি সাহেবকে দেখি নাই এর প্রতিবাদ করতে। কিন্তু আইভীকে গালাগালি করতে হবে তাদের।’ 

পরিবেশ দিবস উপলক্ষে আজ বুধবার নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। এর আগে গত রোববার শহরের চাষাঢ়ায় এক অনুষ্ঠানে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ মেয়রের সমালোচনা করে বক্তব্য দেন। 

মেয়র আইভী বলেন, ‘যা–ই হোক আমাকে দশ কথা বলুক তাতে কিছু যায়–আসে না। শুধু তাদের বলব, যার যার অবস্থান বুঝে কথা বলুন। এমন কথা বলবেন না, যাতে মানুষ উল্টো আপনাদের ঘৃণা করা শুরু করে। আমি সবার সঙ্গে বন্ধুত্ব চাই। কথার পিঠে কথা বলে বা ঝগড়া করে সময় নষ্ট করতে চাই না। একসঙ্গে আমাদের শহর গড়তে চাই।’ 

নাসিক মেয়র বলেন, ‘যারা পবিত্র কোরআন, গীতা, বাইবেলের পণ্ডিত হন, তাদের মুখে অন্যকে আক্রমণ করা সাজে না। তারা আমাদের জন্য উদাহরণ। 
ইদানীং এখানে (শেখ রাসেল পার্ক) নারীদের অনেকে বলে, তারা মাথায় ঘোমটা দেয়নি কেন? টিপ কেন পরেছে? ঘোমটা–টিপ মানুষের (নারীদের) ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারেন না। পর্দা করা প্রত্যেকের নিজস্ব বিষয়। যদি ভালো না লাগে, তাহলে তাকাব না। কিন্তু সমালোচনা কেন করব? অন্যায় কাজ তো তারা করছে না।’ 

পার্ক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘এই রাসেল পার্ক সবার জন্য উন্মুক্ত। ছোট, বড়, বৃদ্ধ সবাই আসতে পারছেন। কিন্তু এই পার্ক নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। চারুকলা নিয়েও অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই। যারা বাজে কথা বলে–তারা বাজে কথা বলবেই। কিন্তু আমাদের ভালো কাজ করে যেতে হবে। মানুষ বিচার করবে কর্ম দিয়ে।’ 

এ সময় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, নাসিক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য