হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ১০৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রফিকুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১০৭ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

নিহত রফিকুল ইসলামের মা সুফিয়া বেগম গতকাল মঙ্গলবার  নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতে হত্যা মামলা করেন। মামলা হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য দিদার হোসেন রিজবী, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, (নাসিক) সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানের আসামিরা। 

মামলা থেকে জানা গেছে, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডস্থ হীরাঝিলে ছাত্র-জনতার আন্দোলন চলার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোড়া গুলিতে আহত হন রফিকুল ইসলাম। এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন ভুক্তভোগীকে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩