হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা থেকে স্ক্রু নিয়ে ওমানে সারানো হলো বিমানের বোয়িং, ছাড়ল ২০ ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওমানের মাসকাট থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ২০ ঘণ্টা পরে ছেড়েছে। এতে ফ্লাইটে থাকা প্রবাসী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ফুয়েল ট্যাংকের দুটি স্ক্রু না থাকায় এ সমস্যা দেখা দেয়। 

গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফটটি আসার কথা ছিল। প্রায় ২০ ঘণ্টা বিলম্বের পর এয়ারক্রাফটটির যান্ত্রিক ত্রুটি সারানো হয়। পরে ওই ফ্লাইটের ১৪৬ জন যাত্রী নিয়ে দিবাগত রাত ৩টায় ঢাকায় পৌঁছে উড়োজাহাজটি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অ্যান্ড প্ল্যানিং বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এ আর বি ও কায়সার জামান আজকের পত্রিকাকে বলেন, ‘উড়োজাহাজ মাসকাট বিমানবন্দরে নিরাপদে ল্যান্ড করার পর পাইলটসহ সংশ্লিষ্টরা দেখতে পান, ফুয়েল ট্যাংকের দুটি স্ক্রু নাই। ওমানের প্রকৌশলীদের কাছে বিষয়টি জানানো হয়। তাঁদেরও স্টোরে এই স্ক্রু পাওয়া যায়নি। পরে ঢাকা থেকে আরেকটি ফ্লাইটে প্রকৌশলীরা স্ক্রু নিয়ে যান। তবে ত্রুটি সারাতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট।’ 

জানতে চাইলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীদের কোনো সমস্যা হয়নি। তাঁদের হোটেলে রাখা হয়েছিল। উড়োজাহাজের ত্রুটি সারানো হলে গতকাল রাতেই ঢাকার উদ্দেশে রওনা করে। এটি ঢাকায় এসে পৌঁছে রাত ৩টার সময়।’ 

এদিকে গকাল সকাল ১০টা ১০ মিনিটে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার পরই এর ইঞ্জিনে সমস্যা ধরা পড়ে। এর আগে গত বুধবার বিকেলে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আনলকড’ দরজা নিয়ে রানওয়েতে চলতে শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। পরে বিমানের প্রকৌশলীরা ত্রুটি সারালে প্রায় এক ঘণ্টা বিলম্বে যাত্রা করে ফ্লাইটটি।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন