হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় দৈনিক সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক হাবীবুর রহমান (৩৫) নিহত হয়েছেন। তিনি সময়ের আলো পত্রিকার আওয়ামী লীগ বিটের সাংবাদিক ছিলেন। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাবীবুরকে ফুটপাতের পাশে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। পরে তিনি তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিছুক্ষণ পরে রাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী ওই সাংবাদিককে উদ্ধার করে ঢামেকে আনেন। ওই পথচারী জানিয়েছেন, হাতিরঝিলে আকিজ বিল্ডিংয়ের পাশে ফুটপাতে মোটরসাইকেল নিয়ে আহত অবস্থায় পড়ে ছিলেন হাবীবুর রহমান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। 

জানা গেছে, হাবীবুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মানারা গ্রামে। বাবার নাম মো. পিয়ার মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ছিলেন তিনি। পরিবারসহ হাবীব হাতিরঝিল এলাকার ৫/এ জোহরা মঞ্জিলে থাকতেন। তিনি এক সন্তানের জনক। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য