হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে ২ জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভুঁইয়া এই আদেশ দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্য হলেন বরগুনা জেলার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে আবীর ওরফে মেহেদী ওরফে মুশফিক (৪৬) এবং অপর সদস্য রংপুর জেলার মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ। তিনি বলেন, ২০০৯ সালে দায়ের করা একটি মামলায় জেএমবির দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের কঠোর নিরাপত্তায় আদালতে এনে রায়ের পর কারাগারে পাঠানো হয়েছে। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র‍্যাব-১১–এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অভিযান চালান। সেখানে জেএমবি সদস্যরা অপতৎপরতা চালানোর জন্য অবস্থান করছিলেন। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করার পর তাঁরা নিজেদের জেএমবির শুরা সদস্য পরিচয় স্বীকার করে। দুজনের মধ্যে তানভীর বিভিন্ন নাশকতা কার্যক্রমের মূল পরিকল্পনাকারী এবং জহুরুল নারায়ণগঞ্জ জেএমবির দায়িত্বশীল নেতা। 

ওই ঘটনায় র‍্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজকে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন আদালত।

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন