Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সদুত্তর দিতে না পারলে আ.লীগ নেতা মিন্টুর বিরুদ্ধে ব্যবস্থা: হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদুত্তর দিতে না পারলে আ.লীগ নেতা মিন্টুর বিরুদ্ধে ব্যবস্থা: হারুন

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু জিজ্ঞাবাসাবাদে সদুত্তর দিতে না পারলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। 

তবে সদুত্তর দিলেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এসব কথা বলেন ডিবির হারুন। 

ডিবির হারুন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, সেগুলো যাচাই-বাছাই করার জন্যই এই মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা মিন্টুকে ডেকেছি। আমাদের তদন্ত কর্মকর্তার প্রশ্নগুলোর উত্তর যদি তিনি যথাযথভাবে দিতে পারেন তবেই চলে যাবেন। তিনি যদি যথাযথ উত্তর না দিতে পারেন তবে আমাদের তদন্ত কর্মকর্তা তদন্তের ধারাবাহিকতায় যা করা লাগে, করবেন।’ 

অনেক আগেই এই হত্যাকাণ্ডে মিন্টুর নাম আসলেও দেরিতে কেন তাঁকে ডাকা হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে। যখন যাকে প্রয়োজন মনে করবেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবেন। আপনারা জানেন, আমরা কাউকে হয়রানি করি না এবং কেউ অপরাধী হয়ে থাকলে তাঁকে পালানোর সুযোগও দেই না। আমি আগেই বলেছি তদন্তকারী কর্মকর্তার প্রশ্নের সদুত্তর দিতে না পারলে তাঁর (মিন্টু) বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’ 

এই ঘটনায় বাবু নামে আরেকজনকে ঝিনাইদহ থেকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়ে হারুন অর রশীদ বলেন, ‘যখন কাউকে নিয়ে আসা হয় তখন কিছু তথ্য উপাত্ত তো থাকেই। তথ্যের ভিত্তিতে তাঁকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। সে আমাদের কাছে অকপটে স্বীকার করেছে এ ঘটনায় মূল কিলার শিমুল ভুঁইয়ার সঙ্গে ভাঙ্গাতে (ফরিদপুরের ভাঙ্গা) সে মিটিং করেছে এবং তিনি সেখানে মৃত ব্যক্তির ছবি দেখিয়েছেন। আমরা পরবর্তীতে তাঁকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে, আপনারা ছবিটা কাকে দেখালেন? তখন তিনি আরেকজন নেতার কথা বলেছেন। তাঁকে আরও জিজ্ঞসাবাদ করা হয়েছিল। তাঁর মোবাইলগুলো কোথায়? সেও বলেছে সেগুলো আরেক নেতার কাছে।’ 

বাবুর ব্যাপারে হারুণ আরও বলেন, ‘বাবু তখন গাড়িতে বসে একজন কিলারের সঙ্গে মিটিং করেছে। গত ১৬-১৭ মে পরিকল্পনা করেছে যখন বাংলাদেশের পুলিশ ভারতীয় পুলিশ একজন জনপ্রিয় এমপির নিখোঁজে উদ্বিগ্ন। এ ঘটনায় মুলকিলার শিমুল ভুঁইয়া হত্যাকাণ্ড ঘটানোর পর গত ১৫ মে ঢাকায় চলে আসেন। এরপর তাঁরা আসলে ১৬ মে চলে যান ভাঙ্গায়। সেখানে তাঁরা মিটিং করেন।’

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন