ফরিদপুর প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফরিদপুরের সদরপুরে চলছে ভোট গ্রহণ। এ সময় জাল ভোট দেওয়ায় দায়ে এক তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার দুপুরে চরনাছিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাওন হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত ওই তরুণের নাম আরিফ মাতুব্বর (২২)। তিনি উপজেলার চরনাছিরপুর এলাকার দাদন মাতুব্বরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রের একটি কক্ষে জাল ভোট দেন আরিফ মাতুব্বর। বিষয়টি সন্দেহ হলে তাকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট শাওন হোসেন তাঁকে ৬ মাসের কারাদণ্ড দেন।