হোম > সারা দেশ > গাজীপুর

চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ১২টায়

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর ইজতেমা ময়দানে উপস্থিত মুসল্লিদের একাংশ। ছবি: সংগৃহীত

টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ। সকাল থেকে চলা হেদায়াতি বয়ান শেষে দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় তিনি বলেন, এখন হেদায়াতি বয়ান করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তাঁর হিন্দি বয়ানের তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বেলা সাড়ে ১১টার দিকে নসিহতমূলক বক্তব্য দেবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। তাঁর বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা জুবায়ের।

ইজতেমা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এর আগে সকালে যাঁরা ইজতেমা থেকে চিল্লা, তিন চিল্লার জন্য জামাতে বের হবেন, তাঁরা জামাতে গিয়ে কী আমল করবেন এবং মহল্লায় যাঁরা এখান থেকে ফিরে যাচ্ছেন, তাঁরা নিজ এলাকায় গিয়ে কী আমল করবেন সেই দিকনির্দেশনামূলক বয়ান করা হয়।

৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি (জুবায়ের অনুসারী) নেজামের দুই পর্বের ইজতেমা।

আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য