Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে ঈদের পরও বেড়েছে অতিরিক্ত যানবাহন পারাপারের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৬০০ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা।

আজ সোমবার বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস জানায়, গত শনিবার রাত ১২টা থেকে গতকাল রোববার রাত ১২টা পর্যন্ত টাঙ্গাইলের সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গে ১৪ হাজার ৮৯৭টি যানবাহন পার হয়েছে এবং এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৯৫০ টাকা।

এ ছাড়া সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্তের টোল প্লাজা দিয়ে ঢাকা ও ময়মনসিংহের দিকে ২২ হাজার ৭০৩টি যানবাহন পার হয়েছে এবং এর বিপরীতে ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়। শুধু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা চারটি মোটরসাইকেলের লেন ও ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

ডেমরায় এলাকাবাসীর সঙ্গে যুবদলের সংঘর্ষ, আহত ৮

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

জুলাই-আগস্টের ২ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশের বাধার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ডিএমপির সাঁড়াশি অভিযানে ঢাকায় একদিনে গ্রেপ্তার ২৪৮

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

টাঙ্গাইলে শিক্ষাসফরের ৪ বাসে ডাকাতি

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের চাকরিচ্যুতদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে তুলে নিয়ে গেল পুলিশ

স্থানীয় নির্বাচন আগে করতে চাওয়া দুরভিসন্ধিমূলক: মির্জা আব্বাস