হোম > সারা দেশ > টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে ঈদের পরও বেড়েছে অতিরিক্ত যানবাহন পারাপারের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৬০০ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা।

আজ সোমবার বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস জানায়, গত শনিবার রাত ১২টা থেকে গতকাল রোববার রাত ১২টা পর্যন্ত টাঙ্গাইলের সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গে ১৪ হাজার ৮৯৭টি যানবাহন পার হয়েছে এবং এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৯৫০ টাকা।

এ ছাড়া সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্তের টোল প্লাজা দিয়ে ঢাকা ও ময়মনসিংহের দিকে ২২ হাজার ৭০৩টি যানবাহন পার হয়েছে এবং এর বিপরীতে ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়। শুধু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা চারটি মোটরসাইকেলের লেন ও ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য