Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে চেকপোস্ট দেখে পালানোর সময় দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নবাবগঞ্জে চেকপোস্ট দেখে পালানোর সময় দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনী-পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুমন মোল্লা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার মোসলেম মোল্লার ছেলে। তিনি নবাবগঞ্জের একটি বাজারে আসবাবের ব্যবসা করতেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, রাতে ওই এলাকায় সড়কে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট চলাকালে সুমন মোটরসাইকেল চালিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। চেকপোস্ট দেখে তিনি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খান। তিনি গুরুতর আহত হন ও তাঁর মোটরসাইকেলটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তিকে ধাওয়া দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে ওসি বলেন, ‘তাঁকে কেন ধাওয়া দেওয়া হবে বলেন তো। সেখানে তো সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। তিনি চেকপোস্ট দেখে দ্রুত পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। তাঁকে ধাওয়া দেওয়া হয়নি।’

ওসি আরও জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শ্বশুরকে জামাইয়ের ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের