Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা
ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা আগেই বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হলো।

আজ বিকেলে শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বাদ মাগরিব শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। তাঁর উর্দুতে দেওয়া বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জুবায়ের।

আগামীকাল শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল শুরু হবে।

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, এবারের ইজতেমার প্রথম পর্ব দুটি ধাপে হবে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপ এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। দুটি ধাপই শুরায়ি নেজামের তত্ত্বাবধানে হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে আর দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করবে ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ।

শুক্রবার ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ থেকেই ইজতেমা শুরু হওয়ার কারণ সম্পর্কে হাবিবুল্লাহ রায়হান বলেন, তাঁরা আরবি তারিখ অনুসরণ করেন। আরবিতে মাগরিবের নামাজের পরপরই অর্থাৎ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আরবি তারিখ পরিবর্তিত হয়। সে হিসেবে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ মাগরিবই শুরু হয়ে গেছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

ফরিদপুরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর

বনশ্রীতে মধ্যরাতে মোটরসাইকেলচালক রক্তাক্ত অবস্থায় উদ্ধার, ঢামেকে মৃত্যু

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, ঢামেকে ভর্তি

ঈদ বোনাসের দাবিতে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে জামায়াতের ইফতার মাহফিলে হামলার অভিযোগে বিএনপির বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলার বাদীকে ব্ল্যাকমেলের ঘটনায় থানায় সালিশ, প্রতিবাদে ঘেরাও

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ

সোনারগাঁয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শিবচরে ধর্ষণ মামলায় ক্লিনিকের মালিক গ্রেপ্তার

চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন