Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে দগ্ধ রাসেল মারা গেছে

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে দগ্ধ রাসেল মারা গেছে

রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ রাসেল (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) চয়ন সাহা। 

চয়ন সাহা জানান, রাসেলের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যায়। আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় রাসেলের বড় ভাই মো. আশিক বাদী হয়ে একটি মামলা করেছেন। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসআই আরও জানান, আজ রাত ৯টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারিতে বিবাদীরা রাসেলের শরীরে আগুন ধরিয়ে দেয়। সেদিন রাতেই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে স্বজনেরা। আগুনে দগ্ধের কারণে রাসেলের মৃত্যু হয়েছে। 

দগ্ধ রাসেলের বড় ভাই মো. আশিক জানান, তাঁরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকেন। রাসেল বেকার। গতকাল রাত ৯টার দিকে বাসার কিছুটা অদূরে পাম্প থেকে পানি আনতে যাচ্ছিল সে। পথে হুমায়ুন রোডে আল বশির জামে মসজিদের পাশে আসলে সেখানে মারামারির ঘটনা ঘটে। সেখান থেকে আগুনে রাসেল দগ্ধ হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাতে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১