হোম > সারা দেশ > ফরিদপুর

মধুখালীতে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে পাটের চাষ হয়েছে। এবার পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এলাকার জমিগুলোতে পাট ৪ থেকে ৫ ফুট লম্বা হয়েছে। কিছুদিনের মধ্যে পাট পরিপক্ব হলে কৃষকেরা বাছপাট কাঁটতে শুরু করবেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৮ হাজার ৫৫৫ হেক্টর জমিতে। এবার পাট বপনের পর অনুকূল আবহাওয়া এবং সময়মতো বৃষ্টি হওয়ায় পাটের আকার ও আঁশের পরিপক্বতা ভালো হবে। পাট পচানোর জন্য সময়মতো পানির ব্যবস্থ্যা হলে এ বছর পাটের ফলন হবে আশাব্যঞ্জক। 

উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী, লক্ষীনায়রণপুর, রায়পুর, গোপালদি, মেগচামী ইউনিয়নের মেগচামী মাঠ, নরকোনা মাঠ, কলাগাছি মাঠ, গাজনা ইউনিয়নের মথুরাপুর মাঠ, কোরকদি মাঠ, আড়পাড়া মাঠ, নওপাড়া মাঠ এলাকায় প্রচুর পরিমাণে পাটের চাষ হয়েছে। কৃষকেরা জানান, সময়মতো পানি হলে পাট পচাতে কৃষকের সমস্যা হবে না। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান বলেন, ‘চলতি বছর আবহাওয়া পাট চাষের উপযোগী হওয়ায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৫০০ থাকলেও পাটবীজ বপন হয়েছে ৮ হাজার ৫৫৫ হেক্টর জমিতে, যা গতবারের চেয়ে ২ হেক্টর পরিমাণ বেশি। কৃষকের আগ্রহ আর আমাদের প্রচেষ্টায় আজকের এ অবস্থান।’ 

আলভীর রহমান বলেন, ‘গত বছর পাটচাষিরা দাম ভালো পাওয়ায় এ বছর তাঁদের আগ্রহ বেড়েছে। দাম ভালো পেলে কৃষকের উপকার হবে। আল্লাহর রহমতে যথাসময়ে পাট পচানোর জন্য পানির ব্যবস্থা হলেই এবার পাটের বাম্পার ফলন সম্ভব।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭