Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কোরআন শিক্ষাকেন্দ্র আগুন আতঙ্ক, হুড়াহুড়িতে ১ জনের মৃত্যু, আহত ১৫ 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কোরআন শিক্ষাকেন্দ্র আগুন আতঙ্ক, হুড়াহুড়িতে ১ জনের মৃত্যু, আহত ১৫ 

গাজীপুরের কাপাসিয়ায় বয়স্ক নারীদের কোরআন শিক্ষাকেন্দ্রে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরও ১৫ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার হালিমা খাতুন মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম মোসা হালিমা বেগম (৭০) তিনি উপজেলার খিরাটী গ্রামের মৃত সাহাবুদ্দিনের স্ত্রী। 

প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল সবুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধোয়ার সৃষ্টি হয়। তবে আগুন লাগার ঘটনা ঘটেনি। আতঙ্কে বয়স্ক নারীরা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন। 

এ সময় একজন পড়ে গিয়ে আহত হয়ে মারা যান। আমাদের প্রতিষ্ঠানে দক্ষ ইলেকট্রিশিয়ান সব সময় থাকে, তাদের সহায়তায় বড় ধরনের আগুন লাগার ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।’ 

জাহিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সকালে খিরাটী গ্রামের ড. এম. এ. হাসান সাহেবের বাড়ির মাদ্রাসায় রমজান মাসে নারীদের কোরআন শিক্ষার ক্লাস চলছিল। ওই সময় ভবনের নিচতলায় বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দেয়। এতে তার পোড়ার গন্ধ ও সেই সঙ্গে ধোয়া বের হতে থাকে। আশপাশে লোকজন আগুন বলে চিৎকার শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ সময় ভবনের ভেতরে আসা বয়স্ক নারীরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। সে সময় একজন বৃদ্ধা পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। তাকে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আরও ১৫ জনের মতো আহত হয়েছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে তারা আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ায় এলাকায় মানুষের ভিড় জমে যায় সড়কে।’ 

এ বিষয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের আগুন লাগার ঘটনার কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। বিষয়টি আপনার কাছ থেকে প্রথম জানতে পারলাম।’ 

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের আগুন লাগা বা মৃত্যুর কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে।’

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন কর্মসূচি