নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পয়লা বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলা বা নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। তিনি জানিয়েছেন, এদিন সারা দেশে নাশকতা ঠেকাতে র্যাব গোয়েন্দা নজরদারিও করছে।
আজ শনিবার সকালে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এম খুরশীদ হোসেন এ কথা জানান।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং তথ্য ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যেকোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে এবার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবু আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না।’
র্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘র্যাব সদর দপ্তর থেকে ঢাকাসহ সারা দেশে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। গোয়েন্দা ও সাইবার টিমের মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার তৎপরতা নস্যাৎ করে দিতে র্যাব প্রস্তুত।’