Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
লাশ উদ্ধারের খবরে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবতে নিখোঁজের এক দিন পর কাঞ্চন মিয়া (৬০) নামের ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বিএম কলেজ এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাঞ্চন মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। ওসি বলেন, সকালে খবর পেয়ে সড়কের পাশের একটি ধানখেত থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা থানায় গিয়ে মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করে।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি কাঞ্চন মিয়া। তাঁর নিখোঁজের পর আজ এলাকায় মাইকিং করে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। এরই মধ্যে বেলাব এলাকার ধানখেতে মরদেহ পাওয়া গেলেও তাঁর অটোরিকশাটির খোঁজ মেলেনি। হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা পুলিশের।

ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে জানিয়ে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত