নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ফার্মগেটে অবস্থিত খামারবাড়ি কমপ্লেক্সের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কমপ্লেক্সের প্রধান ফটকে ডিজিটাল মেশিন স্থাপন করা হয়েছে।
আগামীকাল রোববার থেকে এন্ট্রি কার্ড ছাড়া কর্মকর্তা-কর্মচারীরা খামারবাড়িতে প্রবেশ করতে পারবেন না।
তবে কৃষি বিটের সাংবাদিকেরা মনে করছেন, খামারবাড়িতে গণ্যমাধ্যম কর্মীদের প্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা করা হয়েছে। এতে সংবাদ কর্মীরা পেশাগত দায়িত্ব পালনে বাধার শিকার হবেন।
সম্প্রতি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি কমপ্লেক্সের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে খামারবাড়িতে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণকে প্রধান ফটকে স্থাপিত ডিজিটাল মেশিন ব্যবহার করার জন্য আইডি কার্ড/এন্ট্রি কার্ড প্রদান করা হয়েছে।
আগামী ২৭ আগস্ট (রোববার) থেকে খামারবাড়ি কমপ্লেক্সে ভেতরে প্রবেশ করার জন্য আইডি কার্ড/এন্ট্রি কার্ড প্রয়োজন হবে। যে কর্মকর্তা/কর্মচারী এখনো আইডি কার্ড/এন্ট্রি কার্ড পাননি তাঁরা সংশ্লিষ্ট দপ্তর হতে পাস গ্রহণ করে খামারবাড়ি কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন। অন্যথায় খামারবাড়ি কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করা যাবে না।
এ বিষয়ে আজ বিকেলে বাদল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খামারবাড়িতে সংবাদ কর্মীরা প্রবেশ করতে পারবে। তবে আগে থেকে অবহিত করতে হবে। কি কাজে প্রবেশ করবে সেটা জানাতে হবে।