হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় অবৈধ দোকানপাট উচ্ছেদে পুলিশের অভিযান

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ফুটপাতে ও গুরুত্বপূর্ণ প্রধান সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থায়ী-অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ডেমরা পুলিশ ফাঁড়ি। ফাঁড়িটির ইনচার্জ মো. বিলাল আজাদের নেতৃত্বে আজ মঙ্গলবার দিনব্যাপী হাজীনগর ও স্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

পুলিশ জানায়, এ সময় ওই দুটি এলাকাসহ রাজধানীর প্রবেশদ্বার ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কের দুই পাশে চৌকি বসানো দেড় শতাধিক স্থায়ী অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি স্টাফ কোয়ার্টার-হাজীনগর পাকা ব্রিজ ও সড়কের ফুটপাতে বসা ২ শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও পথচারী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক চলাচল করতে পারেন সে লক্ষ্যেই এ অভিযান পরিচালিত হয়েছে। 

এ বিষয়ে ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই বিলাল আজাদ বলেন, ‘ওয়ারী বিভাগের ডিসি মো. জিয়াউল তালুকদার স্যারের নির্দেশনায় ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম স্যারের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেছি জনস্বার্থে। এ ঘটনায় ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পুলিশের সঙ্গে সমন্বয় করেছেন। 

‘বিশেষ করে জনপ্রতিনিধি, রাজনীতিক ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা প্রস্তুতি নিয়েছি বলে অভিযান অব্যাহত থাকবে। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো অবৈধ স্থাপনাসহ চাঁদাবাজ বহাল থাকবে না চলমান এ অভিযানে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য