হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় অবৈধ দোকানপাট উচ্ছেদে পুলিশের অভিযান

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ফুটপাতে ও গুরুত্বপূর্ণ প্রধান সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থায়ী-অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ডেমরা পুলিশ ফাঁড়ি। ফাঁড়িটির ইনচার্জ মো. বিলাল আজাদের নেতৃত্বে আজ মঙ্গলবার দিনব্যাপী হাজীনগর ও স্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

পুলিশ জানায়, এ সময় ওই দুটি এলাকাসহ রাজধানীর প্রবেশদ্বার ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কের দুই পাশে চৌকি বসানো দেড় শতাধিক স্থায়ী অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি স্টাফ কোয়ার্টার-হাজীনগর পাকা ব্রিজ ও সড়কের ফুটপাতে বসা ২ শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও পথচারী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক চলাচল করতে পারেন সে লক্ষ্যেই এ অভিযান পরিচালিত হয়েছে। 

এ বিষয়ে ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই বিলাল আজাদ বলেন, ‘ওয়ারী বিভাগের ডিসি মো. জিয়াউল তালুকদার স্যারের নির্দেশনায় ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম স্যারের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেছি জনস্বার্থে। এ ঘটনায় ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পুলিশের সঙ্গে সমন্বয় করেছেন। 

‘বিশেষ করে জনপ্রতিনিধি, রাজনীতিক ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা প্রস্তুতি নিয়েছি বলে অভিযান অব্যাহত থাকবে। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো অবৈধ স্থাপনাসহ চাঁদাবাজ বহাল থাকবে না চলমান এ অভিযানে।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন