হোম > সারা দেশ > ঢাকা

জুলাই–আগস্ট গণহত্যা মামলা: ট্রাইব্যুনালে সাবেক ৮ পুলিশ কর্মকর্তা

আজকের পত্রিকা ডেস্ক­

বুধবার সকালে সাবেক আইজিপি মামুন ও জিয়াউল আহসানসহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালের হাজির করা হয়। ছবি: আজকের পত্রিকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁদের মধ্যে পুলিশের সাবেক প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকও রয়েছেন।

আজ বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছয়জনকে আদালত চত্বরে আনা হয়। তাঁদের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আদালতে হাজির করা অন্য কর্মকর্তারা হলেন:

- ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি

- মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা

- ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম

- যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান

- গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক

- ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন

চারদিক দেখতে দেখতে ট্রাইব্যুনালে যাচ্ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান। ছবি: আজকের পত্রিকা

হাফ শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে থাকা সাবেক আইজিকে প্রিজন থেকে সরাসরি গারদে নিয়ে যাওয়া হয়। দুই পাশে দুজন পুলিশ সদস্য তাঁর হাত ধরে ছিলেন। তিনি ছিলেন মাথা নিচু করে। আব্দুল্লাহ আল মামুনের পরপরই গারদে রাখার জন্য নেওয়া হয় জিয়াউল আহসানকে। তিনি ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট আর কেডস পরে ছিলেন। প্রিজনভ্যান থেকে নামার পর থেকে ট্রাইব্যুনালে পৌঁছানো পর্যন্ত মাথা উঁচু করে চারপাশে তাকিয়ে ছিলেন তিনি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য