নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট করা ১০৫টি চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার দক্ষিণপাড়া জোড়া ব্রিজের নিচে থেকে এই গুলি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খাল থেকে স্থানীয় ডুবরির সহায়তায় ৭.৬২ চায়না রাইফেলের ১০৫টি গুলি উদ্ধার করা হয়েছে। গত ৫ আগস্ট থানায় হামলা চালিয়ে লুটে নেওয়া হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই গুলি উদ্ধার করা হয়েছে।’