হোম > সারা দেশ > টাঙ্গাইল

সাংসদের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সাংসদের নাম ও স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়র অভিযোগ উঠেছে। এ ছাড়া অভিযোগে উঠেছে মেয়রসহ সরকারি অফিসের কর্মকর্তাদের সিলমোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনকে নকল জন্মনিবন্ধন সনদ দেওয়ার।

এসব অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২-এর সদস্যরা। গতকাল সোমবার গভীর রাতে সদর উপজেলার কুমুদিনী কলেজগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম শোয়েব খান (৩০)। তিনি ঘাটাইল উপজেলার নিয়ামতপুর এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ২৭টি বিভিন্ন সরকারি অফিস ও অফিসের কর্মকর্তাদের সিলমোহর, জাতীয় সংসদ সদস্যের নাম ও জাল স্বাক্ষর সংবলিত ২০টি ডিও লেটার এবং বিভিন্ন লোকজনের ৮০টি নকল জন্মনিবন্ধন সনদ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর তৈরি বিভিন্ন সরকারি অফিস ও অফিসের কর্মকর্তাদের সিলমোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনকে নকল জন্মনিবন্ধন সনদ প্রধান এবং জাতীয় সংসদ সদস্যের নাম ও জাল স্বাক্ষর সংবলিত ডিও লেটার প্রদান করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন