হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ম্যাট্রেস কারখানার গুদামে আগুন

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে একটি ম্যাট্রেস কারখানার গুদামে লাগা অগ্নিকাণ্ড দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে একটি ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান।

ম্যাট্রেস কারখানার মালিক মো. পারভেজ মিয়া বলেন, হঠাৎ করে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার নিচতলার গুদামে থাকা সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে। কারখানার গুদামে প্রচুর পরিমাণ মালামাল মজুত করা ছিল। আগুন লাগার পরপরই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। কী পরিমাণ মালামাল পুড়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।

ভবন মালিক মোহাম্মদ উল্লাহ বলেন, পারভেজ ভবনের নিচতলা ভাড়া নিয়ে ম্যাট্রেস তৈরির কারখানা পরিচালনা করতেন। আগুন লাগার খবর শুনেছি, এর বেশি কিছু বলতে পারব না।

মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন