হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে গাড়িচাপায় মাছ ব্যবসায়ী নিহত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে গাড়ির চাপায় দীনেশ হালদার নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকার বড় সেতুর কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দীনেশের ছোট ভাই কালাচান ও অটোরিকশাচালক বাদশা মিয়া গুরুতর আহত হয়েছেন। তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের বাড়ি উপজেলার মহাদেবপুর গ্রামের উত্তর পাড়ায়। 

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানিয়েছে, আজ ভোর সোয়া পাঁচটার দিকে দুই ভাই সিএনজিচালিত অটোরিকশা করে আরিচা মাছের বাজারে যাচ্ছিলেন। পথে একটি অজ্ঞাত যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মহাসড়কের ঢালে 
একটি গাছের সঙ্গে আবারও ধাক্কা খায়। এর মধ্যে অটোরিকশাতে থাকা দীনেশ হালদার মহাসড়কের ওপর পড়ে যান এবং ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হন অটোরিকশার ভেতরে থাকে কালাচান। স্থানীয়রা উদ্ধার করে তাকে ও অটোচালক বাদশা মিয়াকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। 

এ নিয়ে জানতে চাইলে শিবালয়ের বরংগাঈল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আজকের পত্রিকাকে জানান, মরদেহ ও অটোরিকশাটি স্থানীয়দের সহায়তায় থানায় আনা হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য