হোম > সারা দেশ > ঢাকা

৩২ বার তদন্তেও শেষ হয়নি এক ঠিকানা যাচাই, ‘হয়রানি’ বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঠিকানা নিয়ে ৩২ বার তদন্ত করার পর আবারও কমিটি গঠনকে হয়রানি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চে এ-সংক্রান্ত রিটের শুনানি হয়। 

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘তদন্ত করার অধিকার আছে, তাই বলে ৩২ বার! এটা তো হয়রানি।’ পরে ৩৩তম তদন্তের কার্যক্রম স্থগিত করেন আদালত। 

জানা যায়, সুজন বড়ুয়া ২০০৪ সালে স্বাস্থ্য সহকারী হিসেবে নিয়োগ পান। যেখানে তাঁর স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয় কক্সবাজার। তবে ২০১১ সালে হলফনামার মাধ্যমে স্থায়ী ঠিকানা পরিবর্তন করে জমি কিনে বান্দরবানের বাসিন্দা হন। ২০১২ সালে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে নিয়োগ পান সুজন। ২০১৬ সালে তাঁর চাকরি স্থায়ীকরণ হয়। আর ২০১৮ সালে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক হিসেবে পদোন্নতি পান। 

তবে রাঙামাটিতে স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি গ্রহণের সময় সুজনের বিরুদ্ধে কক্সবাজার জেলায় নেওয়া চাকরি ও ঠিকানা গোপনের অভিযোগ ওঠে। 
বিষয়টি নিয়ে এরই মধ্যে ৩২ বার তদন্ত হয়েছে! 

এদিকে দুই জেলায় জন্মস্থান দেখিয়ে পৃথক জেলায় গোপনে চাকরি নেওয়ার অভিযোগ তদন্তে গত ১৪ মে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। পরে কমিটি গঠন ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুজন বড়ুয়া। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। 

সাঈদ আহমেদ বলেন, ‘সুজন বড়ুয়ার ঠিকানা একটাই। তিনি বর্তমানে বান্দরবানের বাসিন্দা। দুই ঠিকানা ব্যবহারের অভিযোগের বিষয়ে ৩২ বার তদন্ত হয়েছে। পুলিশ, পিবিআই ও দুদক পৃথক তদন্ত করেছে। প্রতিটি তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরও তদন্ত কমিটি গঠন করায় রিটটি করা হয়।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭