Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

৩২ বার তদন্তেও শেষ হয়নি এক ঠিকানা যাচাই, ‘হয়রানি’ বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩২ বার তদন্তেও শেষ হয়নি এক ঠিকানা যাচাই, ‘হয়রানি’ বললেন হাইকোর্ট

ঠিকানা নিয়ে ৩২ বার তদন্ত করার পর আবারও কমিটি গঠনকে হয়রানি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চে এ-সংক্রান্ত রিটের শুনানি হয়। 

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘তদন্ত করার অধিকার আছে, তাই বলে ৩২ বার! এটা তো হয়রানি।’ পরে ৩৩তম তদন্তের কার্যক্রম স্থগিত করেন আদালত। 

জানা যায়, সুজন বড়ুয়া ২০০৪ সালে স্বাস্থ্য সহকারী হিসেবে নিয়োগ পান। যেখানে তাঁর স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয় কক্সবাজার। তবে ২০১১ সালে হলফনামার মাধ্যমে স্থায়ী ঠিকানা পরিবর্তন করে জমি কিনে বান্দরবানের বাসিন্দা হন। ২০১২ সালে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে নিয়োগ পান সুজন। ২০১৬ সালে তাঁর চাকরি স্থায়ীকরণ হয়। আর ২০১৮ সালে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক হিসেবে পদোন্নতি পান। 

তবে রাঙামাটিতে স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি গ্রহণের সময় সুজনের বিরুদ্ধে কক্সবাজার জেলায় নেওয়া চাকরি ও ঠিকানা গোপনের অভিযোগ ওঠে। 
বিষয়টি নিয়ে এরই মধ্যে ৩২ বার তদন্ত হয়েছে! 

এদিকে দুই জেলায় জন্মস্থান দেখিয়ে পৃথক জেলায় গোপনে চাকরি নেওয়ার অভিযোগ তদন্তে গত ১৪ মে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। পরে কমিটি গঠন ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুজন বড়ুয়া। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। 

সাঈদ আহমেদ বলেন, ‘সুজন বড়ুয়ার ঠিকানা একটাই। তিনি বর্তমানে বান্দরবানের বাসিন্দা। দুই ঠিকানা ব্যবহারের অভিযোগের বিষয়ে ৩২ বার তদন্ত হয়েছে। পুলিশ, পিবিআই ও দুদক পৃথক তদন্ত করেছে। প্রতিটি তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরও তদন্ত কমিটি গঠন করায় রিটটি করা হয়।’

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢামেকে যৌথবাহিনীর অভিযান, ৩৩ ‘দালালকে’ বিভিন্ন মেয়াদে সাজা