Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা শিরিষ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা শিরিষ গ্রেপ্তার
আজিজুর রহমান শিরিষ। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে আজ সোমবার সন্ধ্যায় পূবাইলের মেঘডুবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) নাজির আহমেদ খান আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পথসভায় নৌকা ছাড়া কাউকে ভোট দিতে কেন্দ্রে আসতে দেওয়া হবে না বলে হুমকি দেন শিরিষ। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নির্বাচনের এক দিন আগে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইলের মেঘডুবি এলাকায় অভিযান চালিয়ে শিরিষকে গ্রেপ্তার করা হয়। তিনি পূবাইল মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মহানগরীর গাছা থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গাছা থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজিজুর রহমান শিরিষ কাউন্সিলর। এর আগে তিনি পূবাইল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনেও তিনি কাউন্সিলর পদে নির্বাচন করেন। নির্বাচনী সভায় ত্রাস সৃষ্টিকারী বক্তব্য দেওয়ায় নির্বাচনের একদিন আগে বিকেলে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি