হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা শিরিষ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

আজিজুর রহমান শিরিষ। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে আজ সোমবার সন্ধ্যায় পূবাইলের মেঘডুবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) নাজির আহমেদ খান আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পথসভায় নৌকা ছাড়া কাউকে ভোট দিতে কেন্দ্রে আসতে দেওয়া হবে না বলে হুমকি দেন শিরিষ। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নির্বাচনের এক দিন আগে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইলের মেঘডুবি এলাকায় অভিযান চালিয়ে শিরিষকে গ্রেপ্তার করা হয়। তিনি পূবাইল মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মহানগরীর গাছা থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গাছা থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজিজুর রহমান শিরিষ কাউন্সিলর। এর আগে তিনি পূবাইল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনেও তিনি কাউন্সিলর পদে নির্বাচন করেন। নির্বাচনী সভায় ত্রাস সৃষ্টিকারী বক্তব্য দেওয়ায় নির্বাচনের একদিন আগে বিকেলে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন