ফরিদপুরের নগরকান্দার ঢাকা-খুলনা মহাসড়কের বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার কাইল্যার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন—পার্শ্ববর্তী সালথা উপজেলার তুগোলদিয়া গ্রামের মোস্তাক আহম্মেদের স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও একই গ্রামের আজগর মিয়ার শিশু ছেলে ইসমাইল হোসেন (৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকাগামী ‘সেবা গ্রিন লাইনের’ একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।’