হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় বালু ভরাট নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৬ 

গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ 

মুন্সিগঞ্জের গজারিয়ায় বালু ভরাটকে কেন্দ্র করে ভবেরচর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন মো. ফয়সাল (৩২), হোসেন (৩৫), মো. খোকন (৪৫), মো. মশিউর (২৩), লিমন (২২) ও শাওন (২০)। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষে আহত ছয়জন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় বেসরকারি একটি হাউজিং কোম্পানির জায়গায় বালু ভরাট করতে যায় ভবেরচর ইউপি চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন তার অনুসারীরা। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের অনুসারীরা তাদের বাধা দেন। এ নিয়ে গতকাল দিনভর চাপা উত্তেজনা বিরাজ করে। 

আজ বুধবার আওয়ামী লীগ সভাপতির সমর্থকেরা আনারপুরা স্ট্যান্ডে জমায়েত হলে ইউপি চেয়ারম্যানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। 

ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কোম্পানি যে জায়গাতে বালু ভরাট করতে চাচ্ছে, সেখানে একাধিক মানুষের জায়গা রয়েছে। যারা জমি বিক্রি করেনি এবং সড়ক ও জনপথের জায়গাও রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো আমার কাছে আশ্রয় চাওয়ায়, সেখানে বাধা দিতে গিয়েছিলাম। 

অপরদিকে ইউপি চেয়ারম্যান সাহিদ মো. লিটন বলেন, ‘বালু ভরাট কাজের কার্যাদেশপ্রাপ্ত ব্রাদার্স ইউনিটির মালিক তার অনুসারী। গত কয়েক দিন ধরে শাহ আলম ওই মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। আজ বালু ভরাট স্থানে গিয়ে চাঁদা দাবি করায় এই সংঘর্ষ বাঁধে।’ 

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা