জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাতটি প্রশাসনিক পর্ষদে নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের তারা।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ৬৮ জন শিক্ষক এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পর্ষদগুলো সিনেট, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, ডিন, অর্থ কমিটি ইত্যাদির মেয়াদ পাঁচ বছর আগে (২০১৮ সাল) শেষ হয়েছে। কিন্তু নতুন নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নজরে আসেনি। তারা ওই সব পর্ষদে দ্রুত নির্বাচনের দাবি জানান।
গবেষণা ভাতা বন্ধ করা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের লঙ্ঘন উল্লেখ করে এতে আরও বলা হয়, শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা (যেমন পিএইচডি ইনক্রিমেন্ট, অফিস ফার্নিচার, শিক্ষা-উপকরণ, শিক্ষা ছুটিকালীন বার্ষিক ইনক্রিমেন্ট) ইত্যাদি নিশ্চিত না করে অযৌক্তিকভাবে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো সংকুচিত করা হচ্ছে।
এতে মেধাবী তরুণেরা শিক্ষকতা পেশায় যোগ দিতে নিরুৎসাহিত হচ্ছেন। গবেষণা ভাতা, পিএইচডি ইনক্রিমেন্টসহ প্রত্যাহার করা অন্য সব সুবিধা পুনর্বহালের দাবি জানানো হয়।