হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলক্ষেত রেলগেটে ট্রেনের ধাক্কায় হাবিবুর রহমান (৮০) নামে এক সাবেক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

নিহত হাবিবুর রহমানের বাসা খিলক্ষেতের বটতলায়। তিনি মৃত জুয়াদ আলীর ছেলে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন খিলক্ষেত রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তারা মিয়া। 

তাঁরা মিয়া জানান, আজ সকালে সিএমএইচে চিকিৎসার জন্য যাওয়ার পথে রেলক্রসিং পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় মালবাহী কনটেইনার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়। 

তারা মিয়া বলেন, ‘পরে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, তিনি একজন সাবেক সেনাসদস্য ছিলেন। পরে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

নিহতের ছেলের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘আমার শ্বশুর ১৯৯১ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি বাসায় থাকতেন। বুধবার সকালের দিকে সিএমএইচে চিকিৎসার জন্য যাওয়ার পথে খিলক্ষেত রেলগেটে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আমার শ্বশুর।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন