Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৩ 

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৩ 

মাদারীপুরের কালকিনিতে আধিপত্যের জেরে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কালকিনির শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মৃত মফসের হাওলাদারের ছেলে দ্বীন ইসলাম (৩৫)। 

হাতবোমা বিস্ফোরণের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেন, ‘আধিপত্যের জেরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে কালকিনির উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আপান কাজীর সঙ্গে একই গ্রামের আনসার হাওলাদার ও কবির খাঁর বিরোধ চলে আসছিল। এর জেরে আজ শুক্রবার ভোররাতে আপান কাজীর সঙ্গে আনসার হাওলাদার ও কবির খাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হন। 

আহতদের মধ্যে দ্বীন ইসলাম নামের এক যুবককে গুরুতর অবস্থায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে দুই গ্রুপের লোকজন পলাতক রয়েছেন।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক