হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০০: ১১
আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ০০: ১১

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়ার অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নগর ভবনে এই বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভকারীরা বশিরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে অর্থ লেনদেন, বিনা কারণে কর্মচারীদের চাকরিচ্যুতি, আওয়ামী লীগপন্থীদের সুবিধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন।

তাঁরা অভিযোগ করেন, বিগত দিনে তাঁরা পদোন্নতি তো দূরের কথা, স্বপদেও বহাল থাকতে পারেননি। তাঁদের বিনা কারণে পদাবনতি এবং চাকরিচ্যুত করা হয়েছে। এ নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলেও কোনো প্রতিকার পাননি। বিক্ষোভকারীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ বলে স্লোগান দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পলাতক সেই ওসিকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের আলটিমেটাম

মানিকগঞ্জে বিএনপি নেতা আব্দুল আলীমকে বহিষ্কার

বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলার জামিন শুনানি ১৯ জানুয়ারি

দেশে ডাকাতি-চাঁদাবাজি হচ্ছে, এ জন্য জীবন দেয়নি মানুষ: মুফতি ফয়জুল করিম