হোম > সারা দেশ > ঢাকা

শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর শাহজাদপুরের বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত মজুমদার ভিলায় থাকা একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ইসরাফুল আলম (৩৫)। তাঁর বাড়ি ঝিনাইদহ সদরের আরাপপুর।

নিহতের স্বজনেরা জানান, ইসরাফুল আলম (৩৫) পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণ কুড়িল এলাকায় থাকতেন। তাঁর স্ত্রীসহ এক বছর ও দুই বছর বয়সী দুটি মেয়ে আছে। তিনি ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে ওই দিন হোটেলটিতে অবস্থান করছিলেন তিনি।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম অনিক বলেন, ‘ঘটনার দিন তাঁকে ফোন দিয়ে পাওয়া যায়নি। পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ করি। কোনো খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসের কাছে নিহতদের ছবি দেখে শনাক্ত করি। এখন হাসপাতালে ময়নাতদন্ত চলছে।’

গুলশান থানা-পুলিশ জানিয়েছে, শাহজাদপুরে আগুনের ঘটনায় নিহত চারজনের মধ্যে আরও একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর নাম ইসরাফুল আলম (৩৫)। তাঁর বাড়ি ঝিনাইদহ সদরে। নিহতের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, নিহতদের মধ্যে মিরন জমাদ্দারের মরদেহ পরিবারের কাছে গতকালই হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। তাদের একজনের বয়স ৩০ বছর, অন্য জনের বয়স ৩৫ বছর বলে জানায় পুলিশ।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য