হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হেলিকপ্টারে এলাকায় চেয়ারম্যান প্রার্থী, নষ্ট ফসলের ক্ষতিপূরণ দাবি কৃষকের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হেলিকপ্টারে চড়ে নির্বাচনী প্রচারণার জন্য এলাকায় এসেছেন। তিনি বর্তমানেও ওই ইউনিয়নের চেয়ারম্যান। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নের একটি ফসলি জমিতে এসে হেলিকপ্টার যোগে তিনি নামেন।

এ সময় হেলিকপ্টার দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। 

এর আগে তাজুল ইসলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে যাত্রার মঞ্চে আপত্তিকরভাবে নেচে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন।

যে জমিতে হেলিকপ্টার অবতরণ করেছেন সে জমির মালিক সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম আমার ৩৬ শতাংশ জমির ফসল নষ্ট করে হেলিকপ্টার অবতরণ করেছেন। আমি আমার ফসলের ক্ষতিপূরণ চাই। এ ঘটনায় তিনি ফেসবুকে এসে ক্ষতিপূরণ দাবি করে লাইভ করেছেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো  প্রার্থী হেলিকপ্টার যোগে এলাকায় আসলে এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে। কাটখাল ইউনিয়নের ঘটনাটি আমাদের নজরে এসেছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ওই ইউনিয়নসহ জেলার তিনটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭