Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দোহারে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহারে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

ঢাকার দোহারে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই যুবক। 

আজ বুধবার বিষয়টি জানিয়েছেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘গত সোমবার এ ঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’ 

ভুক্তভোগী যুবকের নাম—আরাফাত হোসেন (১৯)। তিনি উপজেলার দোহার খালপাড় গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে। 

মামলার এজাহারে ভুক্তভোগী আরাফাত হোসেন উল্লেখ করেন, গত রোববার সকাল সাড়ে ৭টায় আমি আমার ইয়ামাহা-১৬০ সিসি, এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল নিয়ে ইট কেনার জন্য উপজেলার ডাইয়ারকুম পিবিএফ ইট ভাটায় যাই। এমন সময় পুলিশের পোশাক পরা একজনসহ ৩ ব্যক্তি আমাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র চেক করে। তাঁরা আমার হেলমেট আছে কি না জানতে চায়। 

এজাহারে আরও বলা হয়, এ সময়ে আমি বলি হেলমেট বাসায় আছে। তারা বাসায় যেতে চায়। বাসায় আসার সময় বানাঘাটা পূর্ব পাওয়ার হাউসের সামনে আসলে তারা হঠাৎ মোটরসাইকেলে থেকে আমাকে নামিয়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে, আমার মোটরসাইকেল নিয়ে নিকড়া গ্রামের দিকে চলে যায়। সেই সঙ্গে আমার কাছে থাকা মোবাইল, টাকা সব নিয়ে যায়। পরে আমি বাসায় ফিরে পরিবারের লোকদের বিষয়টি জানিয়ে থানায় গিয়ে মামলা করি।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন