হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ সেশনের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

এতে জানানো হয়, ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পাঁচটি শিফটে বিকেল ৫টা পর্যন্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা হবে। ২৫ ফেব্রুয়ারি প্রথম শিফটে সি ১ (কলা ও মানবিকী অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ), দ্বিতীয় শিফট থেকে শেষ শিফট পর্যন্ত কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা হবে। 

২৭ ও ২৮ ফেব্রুয়ারি জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে। ২৯ ফেব্রুয়ারি প্রথম ও দ্বিতীয় শিফটে বি ইউনিট (সমাজ বিজ্ঞান ও আইন অনুষদ) এবং তৃতীয় শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) এবং চতুর্থ ও পঞ্চম শিফটে ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা হবে। 

বিজ্ঞপ্তি আরও বলা হয়, অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। সময় দেখার জন্য পরীক্ষাকেন্দ্রে ঘড়ির ব্যবস্থা থাকবে। 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ সেশনে এবার ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৯৭ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭