Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সরকারি নির্দেশনা না মেনে চলছিল শিশুদের ক্লাস, মুচলেকা দিলেন দুই প্রতিষ্ঠানপ্রধান 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সরকারি নির্দেশনা না মেনে চলছিল শিশুদের ক্লাস, মুচলেকা দিলেন দুই প্রতিষ্ঠানপ্রধান 

দেশজুড়ে চলমান তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশ না মেনে ক্লাস চলমান রেখেছে। 

আজ বৃহস্পতিবার সরেজমিন এমন দুটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে মুচলেকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। 

প্রতিষ্ঠান দুটি হলো—পৌরসভার সুতিপলাশ মহল্লার দারুল কোরআন ও কওমি মাদ্রাসা এবং কোনাবাড়ী বাজারে লাইটহাউস ল্যাবরেটরি স্কুল। 

পরে মাদ্রাসার পরিচালক শেখ সাদী সরকারের নিয়ম লঙ্ঘন করে ক্লাস চালু রাখায় দুঃখ প্রকাশ করেন এবং সরকারি নিয়ম মানার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা প্রশাসনকে মুচলেকা দেন। একইভাবে লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের প্রধান হাবিবুর রহমান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মুচলেকা দিয়েছেন। 

লাইটহাউস ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা জানিয়েছেন, ক্লাসে উপস্থিত না থাকলে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়া হবে বলে শিক্ষার্থীদের আতঙ্কগ্রস্ত করে রাখছিল স্কুল কর্তৃপক্ষ। ফলে অভিভাবকেরাও বাধ্য হয়ে শিশুদের ক্লাসে পাঠাচ্ছিলেন। 

এ বিষয়ে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা আজকের পত্রিকাকে জানান, ‘স্বাস্থ্যের চেয়ে শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ নয়। শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে রেখে কোনো প্রতিষ্ঠান খোলা রাখলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

ইউএনও জানান, খবর পেয়ে উপজেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে প্রতিষ্ঠানের প্রধানেরা এমন আর হবে না মর্মে মুচলেকা দিয়েছেন।

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১

রানা প্লাজা ধসের এক যুগ: নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা

নতুন প্রকল্প গ্রহণে দাতা সংস্থার পরামর্শের অন্ধ অনুসরণ নয়: টিআইবি

আদালতে কান্না তুরিনের, ক্ষোভ প্রকাশ শাজাহানের

বুয়েটে প্রথমবারের মতোরিনিউয়েবল এনার্জি ফেস্ট

ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স